বোকা মেয়েটার জন্য যে ফুল ফুটেছিল হৃদয়ে
তার আর এক নাম ভালবাসা।
সেই পাগল পাগল ছেলেটা, এক গাল দাড়ি
ধুলো মাখা পাজামা প’রে রোজ আকাশে তাকিয়ে
কী যেন ভাবত , একদিন ডুব দিল নদীর জলে
এখনো ওঠেনি, তুমি জিজ্ঞেস করলে বলেছিলাম
এর নামও ভালবাসা।
ঠাকুমা আকাশের তারা দেখে বলেছিল, দাদাভাই
ঐ প্রিয় তারা ডাকছে আমায়, আমি যাব
ওঁর কাছে , দাঁতবিহীন ঠোঁটের কোণে ফুটেছিল
বেলকুঁড়ি , জোছনায় ঝলমলে আকাশ
তুমি জিজ্ঞেস করলে বলেছিলাম এও ভালবাসা।
তুমি বোকা মেয়ে, নিদাঘ তপ্ত প্রাতে তুমি এলে
আমি দেখেছি পরিচিত তোমার সুডৌল তনু,
জঙ্ঘা ও জঘন, পরিচিত ঠোঁট, চোখের সটান
কৌতুক, তুমি আমার অধরে চুম্বন এঁকে
আলিঙ্গনে জড়ালে, তারপর তোমার গোপন অস্ত্র
প্রোথিত করলে আমার বুকে, গল গল শব্দে
বেরিয়ে এল যে তরল, যা তুমি দেখলে
অথচ তুমি জানতে না এর নামও ভালবাসা !