বধূ বসি বনবীথি বাসরে
বসনে বকুলিত বিরল বেনারসী
বক্ষে বিধুত বাসনার বাতি,
বিরহিত বাউরা বিহঙ্গ ব্যাকুল
বসি বিষণ্ণ বদনে
বিচলিত বধূ বন্ধু বিহনে
বিলাপে বাগিচায় বিনিদ্র বিভাবরী
বিপিনে বাজে বীণা
বোঝেনা বিরহিণী
বসন্তসখার বিলম্ব বারতা।
শব্দার্থঃ বাউরা – পাগল, বিধুত – কম্পিত, বিপিনে- অরণ্যে, বসন্তসখা – কামদেব, বারতা – সংবাদ।