মস্তকে মোর হিমালয় সাজে
পদতলে সুবিশাল সমুদ্র বিরাজে।
পশ্চিমে নির্ভীক মারাঠা বীর
পূর্বে শস্য-শ্যামল শান্তির নীড়।
হৃদয়ে বিরাজে বিস্তীর্ণ সমতল
সুবিশাল হীরা-মানিক ধরাতল।
করিয়া মোর সুস্বাদু সুধা পান
শত শত সন্তান হয়েছে মহান।
কত শত বছর ইংরেজ যবন
লুট করিয়াছে মোর যত আভূষন।
ছিল যে জগতের রানী
দুর্বৃত্তেরা করেছে ভিখারিনী।
ধর্মের নামে কিছু নির্বোধ
সন্তান ভন্ড
করিয়াছে মোর অঙ্গ ত্রিখন্ড।
এখনো ওদের বোধ নাহি হয়
নিজ রক্ত দেখে কাঁপে মোর হৃদয়।