কালো মেঘে আলপনা দেয়
সাদা বকের দল,
বৃষ্টি নামবে ধরার বুকে
দেখবি তো সই চল।
মেঘের ছানা কাঁদতে থাকে
পড়ে চোখের জল
ভাসতে ভাসতে এগিয়ে যায়
দাঁড়ায় না এক পল।
মেঘের ভিতর কান্নাকাটি
শুধু পড়ে জল
মনে হচ্ছে আকাশেতে
আছে অনেক কল।
আলপনা সব মুছে গেছে
বৃষ্টি করে ভুল
ধরার লোকের খুব ই কষ্ট
জল বয়ে কুল কুল
জলের ভিতর ভাসে দেখো
নানা পশুর মল
শিশুরা সব ওই জলেতে
খেলে যে সব বল।