মুক্তির ধ্বজা উড়ছে শূন্য থেকে মহাশূন্যে—
একাকীত্বের পরম স্বাদ বিপুল জন অরণ্যে।
ভাবনার সাম্রাজ্যের একাধিপত্য রাজ—
অনুভূত হোক শুধু বেদনার আওয়াজ।
সুখ দুঃখ আবেগ যা ছিল সঞ্চিত!
মৃত্যুর পারানি রূপে কম কিছু কি হত?
সুর তাল বিচ্যুত জীবনের লয়,
জীবন কি শুধু প্রহসনের বলয়!
রঙ তুলি আজ ম্লান বাঁধন হারা রঙে—
সেজেছে সে তার বিরহের ঢঙে।
মুক্তি যদি আনে এমন বার্তা সুখ
মলিন হবে যত অনাহুত দুখ।
‘মুক্তি’র মুক্তি হোক,ডঙ্কা নিনাদ সহ—
মুক্ত প্রাণে প্রার্থনা করি মুক্ত আবহ।।