চল্লিশ পেরিয়ে এসেছি সেই কবে মনে নেই আজ,,
চুলে কাশফুলের শুভ্রতার আভাস..
ঘনিয়ে এসেছে পড়ন্ত বেলা বিষণ্নসাঁঝ।
নীড়ে ফেরা পাখির খসে পড়া পালকের মত নিঃসঙ্গ…
বিগত স্মৃতিরা চোখের কোণে নিঃশব্দে অশ্রু ঝরায়
নীলাদ্রির জলরঙ হৃদয়ে ব্যথার পালক ছোঁয়ায়
ছবি এঁকে যায়…
সুদূর নক্ষত্রের আলো চুইয়ে পড়ে
সাদা মেঘ ছুঁয়ে,
কামীনির স্নিগ্ধ সুরভীতে হবে না বলা,
ভালোবাসি তোমায়…!!
অসুস্থ পৃথিবী জুড়ে মৃত্যু প্রহসন
এতো মানুষ, তবুও ছায়াহীন মরু প্রান্তরে শুধু দাঁড়িয়ে আছি একা,
আজ মনে পড়ে , যুগ – যুগান্তের স্মৃতিকথা — উচ্ছল অদম্য চঞ্চলতায় কাটিয়েছি দিন,
শুধু ফিরে দেখা —
আটপৌরে গল্প কথার স্রোত,
খুনশুটি, মান – অভিমান পরিবর্তিত এক অন্য জীবন ….
সময় , কালের স্রোতে….দিন ক্ষণ অলক্ষ্যে পেরিয়ে গেছে ,
সময়ের দর্পনে দেখা হয়নি — বিগত বছরে ক্ষয়ে যাওয়া যৌবন।
ফেলে আসা জীবনের উত্থান পতনের শিরোনামহীন পান্ডুলিপি..
চাপাপড়া হাসি – কান্না,আনন্দ – বেদনার না বলা সব গল্প!
অজান্তেই কখন পেরিয়ে এসেছি বসন্ত,
বছর গুলো নিভৃতে ঝরে গেছে — রাখিনি খবর,
সোনালী অতীত মুছে গেছে, জলরঙ ছোঁয়া ঝাপসা সাদাকালো জীবন!
ধুয়ে গেছে রঙ — বিখন্ডিত আর এক অধ্যায় –নিভৃত হৃদয়ে থাক গোপন,
একাকীত্ব ঘিরে রাখে, নিঃশব্দ আমার পৃথিবী শূন্য…. শুধু স্মৃতিময় কায়া।