আমি বৃহন্নলা ..
সমাজ আমাকে দিয়েছে সরিয়ে
স্নেহের হাত দেয়নি বাড়িয়ে..
আমি বৃহন্নলা…
জোৎস্নাময় এক পূর্ণিমা রাতে
জন্ম হলো আমার নিঠুর আঘাতে …
আমি বৃহন্নলা
কি দোষ বলো করেছি আমি
এ কেমন পরিহাস করলে স্বামী …
আমি বৃহন্নলা …
শুভ অশুভ যন্ত্রনায় পিষে
কষ্ট লুকাই কৃত্রিম হেসে …
আমি বৃহন্নলা …
প্রকৃতি তার খেয়াল বশে
সৃষ্টি করলো নিজ আবেশে…
আমি বৃহন্নলা …
তোমার মতো আমিও হাসি-কাঁদি
সমাজ পরিবার ঘর আমিও ভালোবাসি …
আমি বৃহন্নলা …
তবে কেন হে প্রাণ দেবতা
ভিন্ন করে কাড়লে ক্ষমতা .
না ঘর না সমাজের আঙ্গিনায়
বলো নাথ আমি যাব কোন সীমানায় .
আমি বৃহন্নলা …।