রেখে যাস এক নিপাট জলছাপ,
আমি খুঁজে নেব মুক্তো,
মাটির সোঁদা গন্ধে প্রতিবারই ফিরে আসে শৈশব,
বিশুদ্ধ আরণ্যক ঘাস থেকে শ্বাস নিয়ে পোড়াই পাপক্ষয়ের পান্ডুলিপি….
তোর রূপকথার আস্কারাতে ভাসি ডানাহীন,
হলুদ নীল খামে ভরে রাখি হৃদয়ের পরাগ,
মিঠে রোদ্দুর ছুঁয়ে মায়াবী জোছনার খুনসুটিতে ব্যস্ত সময়,
সীমানা জুড়ে অন্তহীন চুপকথায় লেখা হয় হৃদয়ের স্বরলিপি…….
অনুচ্চারিত প্রতিটি শব্দের নিখুঁত উচ্চারণে
তুই ছুঁয়ে আছিস অভ্যেস হয়ে,
হলুদ বসন্ত বাতাসে মনের চতুষ্কোণে কৃষ্ণচূড়ার লালিমা,
ছবি আঁকে অজস্র যৌথ মনমোহনায়,
রেখে যায় এক নিপাট জলছাপ,
আমি খুঁজে চলি মুক্তো……….