খুঁজি প্রজাপালক , মন লাগেনা তেরঙায়,
পত-পত ছন্দহীন আওয়াজে শুধুই মৃত্যুযন্ত্রনা।
বন্ধ্যা ক্ষেতে মুখ থুবড়ে ঋণগ্রস্ত জীবন,
জং ধরেছে লাঙ্গলের ফালায় ফালায়-
অভিশপ্ত মানচিত্রে পর্যাপ্ত ক্ষত,ইতিহাস ক্রন্দনরত।
মা সখি সেজেছে বাজারে,নতজানু সম্ভ্রম,
অন্ন-জলের অফুরন্ত ভান্ডার লুক্কায়িত কোষাগারে।
ক্ষমতার আকর্ষণে নেমে আসে দেবতারা-
স্বরাজের নেশায় দুর্বৃত্যায়ন –
পেখম মেলে উড়ছে রাজা বাহুবলির কাঁধে।
গরম ভাতের গল্প বইয়ের পাতায় অল্প,
ঘাম ঝরায় শিশু শ্রমিক,তবুও আশায় সুসন্তান,
ঘরের ভিতর সুড়ঙ্গ দেখি সিঁদ কেটেছে স্বপ্ন।
আকাশ বীর্য স্তব্দ আজ শস্যের নেই আহ্বান,
বুকের মধু শুকিয়ে গেছে,শুকনো ক্ষেতের ধান।
যশোদারা কাঁদে কোন পেটে নারায়ণ?
কলির কেষ্ট গল্পকথা ,থেমে গেছে রক্তাক্ত কলম।
বাম,ডান, অতিবাম চলছে নিরন্তন অভিযান,
ঘামে ভেজা শরীরে ,জাগিয়ে তোল পরশুরাম,
একনিষ্ঠ ভক্ত, পাওয়া বড় শক্ত ,রক্তাক্ত পথচলা।