ভাঙা উঠান
ববিতা রাজার কপালে হাত দিয়ে বুঝলো জ্বরটা নামেনি এখনো। আজ একবার পরিমল ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার অনেকবার বলেছেন, ‘চোলাই ছাড় রাজা, মরে যাবি। ‘
রাজা আর ববিতার স্বপ্ন জোনমনিকে ঘিরে। গতবছর ছেলেকে শহরের ভালো কলেজে ভর্তি করবে বলে টাকা পয়সার ব্যবস্থাও করেছিল । নিজেদের জমিতে ফসলও ভালোই হয়েছিল । প্রকৃতির পরিহাস, নদী ওদের সমস্ত ধানিজমি ভাসিয়ে নিয়ে যায়, ফড়েদের কাছে আগাম দাম নিয়ে রেখেছিল ফসলের, তাই ধানের বদলে টাকা ফেরত দিতে হয় রাজাকে। ছেলের কলেজে ভর্তি ও শহরে একটা মোটামুটি বসবাসের জন্য টাকা দরকার না হলে বছরটা নষ্ট। তখনই দেখা এক অবতারের, মাত্র একমাসের ব্যাপার একটু বিশ্রাম তারপর আবার পুরোদমে কাজ করতে পারবে রাজা আশ্বাস দিয়েছিল। হাতে আসে চার লাখ টাকা বদলে একটা কিডনি।