এসেছে শীতের পসরা নিয়ে পৌষ মাঘ
পড়েছে ছুটি পিকনিকও দিয়েছে ডাক,
গাঁদা মল্লিকা ডালিয়া মরশুমি ফুলগুলি
প্রকৃতির বুক রেঙে আজ খেলে রঙ্গলি।
গ্রীষ্মের পরে আসে তো শীত জাঁকিয়ে
দুঃখ-দিন ঘুচায় সুখের বাতি জ্বালিয়ে,
কমলালেবু খেজুর রস মন ভরায় শীতে
প্রেমসুধারস দাও ঢেলে সকলের হৃদে।
লেপ কম্বল হীন বস্তিবাসীর ওই ঘরে
শীতের দাপট বেড়ে উঠে কামড়ে ধরে,
হিমেল রাত্রি তাই তো আগুন পোহায়
ওরা তপ্ত আসর হালকা চাদরে ঝিমায়।
উদিত পূর্ণ শশী হাসে হিমেল আঁধারে
অঙ্গ ঢাকে ঝলমলে রুপোলী চকোরে।
রবি ওঠে ভোরবেলা কুয়াশা ঢাকা চাদরে
সবুজ সব কচি ঘাস ভিজে থাকে শিশিরে।