প্রেম মানে কি শরীরী খেলা?
প্রেম মানে কি হাত ধরে হাঁটা?
প্রেম মানে কি আদিখ্যেতা করা?
প্রেম মানে কি লঘু গুরু জ্ঞান না করা?
প্রেম মানে কি পকেট ভারির পালা?
প্রেম মানে কি লাম্পট্যের শিকার হওয়া?
প্রেম মানে কি বিয়েতেই পরিণতি পাওয়া?
প্রেম মানে কি ঘোলা জলে মাছ ধরা?
প্রেম মানে কি শুধুই দেয়ানেয়ার খেলা?
প্রেম মানে কি শুধুই নিরাপত্তাহীনতা?
প্রেম মানে কি তোমার আমার ভালোবাসা?
প্রেম মানে কি শুধু আই লাভ ইউ বলা?
প্রেম মানে কি শুধু গোলাপের তোড়া দেওয়া?
প্রেম মানে কি সকাল বিকাল শুধুই ঘোরাফেরা?
প্রেম মানে কি শুধুই হা-হুতাশ করা?
প্রেম মানে কি শুধুই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া?
এতকিছু কি এবং কেন পরেও
প্রেম হলো শান্ত স্নিগ্ধ মোলায়েম এক পরশ,
যে পরশ একে অপরকে এগিয়ে নিয়ে চলে
যে পরশ দেয় নির্ভরতা, দায়িত্বশীলতা
যে পরশের তরে কাঁদে আপামর জনগণ
নিষ্কলুষ সেই প্রেমই তো কামনা করে সর্বক্ষন।
প্রেম হলো পরিস্কার জলে একটি তাজা পদ্মফুল
প্রেম হলো মৃগনাভী যার গন্ধে নিজেই হবে আকুল।।