Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তৃতীয় লিঙ্গ || Samarpita Raha

তৃতীয় লিঙ্গ || Samarpita Raha

মুর যুখ্খন জনমটো
হইছিল্লক
মুদ্দর বাড়্যিতে শইঙ্খটো বাজ্জে নিইকো।
মুর মা টো লুক্কায় রাইখতক মুকে
যইদি মুকে লাচ্চাতে এস‍্যে লিয়ে যায় উর্রা।
দাদদু ব ইলতক দিইয়ে দে ক‍্যানে উদ্দের,
যাদ্দের নাইমটো যে ধর্রিক লা
মুদ্দের বংশটোতে উই কিন্যা জনমটো লিয়েছেক।
মু কে সুব্বাই শাইন্তি বুইলে ডাইকতক
একদিনটো দাদদু মুকে বহূতদূরে ছাইড়ে দিল্লেক
ব‍্যস মু যে হার্রাইয়ে গেইল্লাম।
মুর বাড়্যিতে মূইর্তি
গইড়তক উটাকতো মইন্যে ছিইলক।
বাড়্যির ঠিক্যানাটো মুন্যে ছিল্লক
যি বাব্বা মুকে পুনরজনমটো দিইছেক
সি বাব্বা মুকে পড়াইছেক
মু কইলেজটোতে অনার্সটো লিইয়ে পইড়ি ক্যানে
মুতো অব্বিকইল নার্রীটো আচ্ছিক
মুর গইলা ও মাইয়াদের মুতক
লতুন বাব্বাটো ডাইক্তার আচ্ছেক
তাইরতো সইব পইরীক্ষা সফ্ফলটো বট্টেক
শুইধু মুকে কিউ মাটো বানাইতেক পারবেক লাই।
সইতের বচ্ছর পরটো মুর বাড়্যিতে যাচ্ছিক ক্যানে
মু লাকি উই ছুট্টতে বাব্বাকে
বাড়্যির ঠিইকানাটো বুল্লেছিইলাম
মার কাছকে গিইয়ে বুলবক
দেখ মা তুর শাইন্তি থেইকে শাইন্তা হয়েছিক
মু কে হিইজড়া লাগ্গেক কিনা বুল মা
দাদ্দু বেইচে থাকলেক বলবক
দেখ ক‍্যানে আমি ক্যামন ভ‍্যাল্যে আছিক বটে।
ও হো স ইব স্বপনটো ছিল্লক বট্টেক
লতুন বাব্বা ধাইক্কাটো যে দিইচ্ছেক
বাব্বা বুইলছেক ক‍ল্লেজটো যাবিক লা বিট্টিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *