একদিন নদী শুকিয়ে যাবে
পাহাড়টা ও থাকবে না
দূরে জনবসতি সব কঙ্কাল
থাকবে ভাঙা ভাঙা হারিয়ে যাওয়া স্বপ্ন
সকলের ভালো মন্দ কত স্মৃতি!
সফল জীবনের উৎফুল্লতা ব্যর্থ জীবনের কান্না–
শত কোটি মানুষের বুকফাটা আর্তনাদ,হাহাকার,
জল পিপাসা তে সবাই কাতর থাকবে
এক বিন্দু জল দাও বলে পিপাসার্তের ক্রন্দন
তারপর আশ্রয় হবে ধরার কোলে
থাকবে না কোন সারা শব্দ তখন যে নিস্তব্ধ বসুন্ধরা
অবনী আপনমনে বলবে একাকীত্ব
থাকবে দুর দিগন্তে কালো কালো দৈত্যাকার মেঘমালা
ঐ কাঁদছে মেঘমালা ফোঁপানি শুনতে পাচ্ছ!
ও যে প্রিয়তম নদীকে খুঁজছে
নদী আর মেঘমালার প্রেম দেখে
পাহাড়ের ঈর্ষান্বিত রুপ প্রকাশ পায়
পাহাড় ,নদী আর মেঘমালার ছিল ত্রিকোণ প্রেম
নদী না থাকলে কি করে মেঘমালা থাকবে!
দূরের স্টিমারে লোক থাকবে না
পাখি আকাশে উড়বে না
ধীরে ধীরে মহী তখন জ্বলন্ত বলয়
ধরায় আমি তুমি কেউ থাকব না
এমনকি কোনো প্রানী ও উদ্ভিদ থাকবে না
অক্সিজেন শূন্য বিষাক্ত বসুধা
মেঘমালা শুধু কালো ড্রেস পরে শোকসভা করবে
কেমন লাগবে শূন্য পৃথিবী!!