অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছি তোমার চলে যাওয়া টা।
আর তুমি একটু একটু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে আমার দৃষ্টির অগোচরে চলে গেলে।
একটিবারও পিছনের দিকে ফিরে তাকালে না!
আমি অনেকক্ষন ধরে দাঁড়িয়ে থেকেছি তোমার পথের
দিকে তাকিয়ে।
আর অবিরাম গতিতে ধেয়ে আসা অশ্রুবারি ধারা গুলোকে প্রাণপণে আটকে রাখার বৃথা চেষ্টায় ব্যস্ত
হয়ে পড়েছিলাম।
মনে হলো হঠাৎ যেন ভূমিকম্পে মাটি দু ফাঁক হয়ে
আমি মাটির নিচে অনেকটা নিচে চাপা পড়ে গেলাম।
জানি! অনেক অভিমান জমে আছে তোমার মনে!
অভিমান ভঙ্গ করার সব পথই যে বন্ধ তাই পিছু ডেকে
পথ আটকাবার সাহস করতে পারি নি।
শুধু অসহায়ের মতো তাকিয়ে দেখেছি তোমার চলে যাওয়া টা।
যে স্মৃতি গুলো তুমি ফেলে গেছো! ওগুলো আমি
অনেক যত্নে কুড়িয়ে রেখেছি নিজের কাছে।
দেখো, এতটুকুও ধূলো জমতে দেবো না ওগুলোতে!
আবার যদি কখনো ফিরে আসো সব ফিরিয়ে দেবো বলে।