তুমি দূরত্ব চেয়েছো!
দিগন্ত বিস্তৃত আকাশ ; সে তো তোমার জন্য
আমি না হয় পাখিই হলাম
খাঁচার বন্দি পাখি, শিকল বাঁধা –
ছটফট করবো মরার জন্য!
আকাশ দেখা আমার আর হবে না
শিকল ভাঙার সাধ্য যে আমার নেই
সেই মনের জোর ও নেই, কবের থেকে –
বন্দি থাকতে থাকতে মুক্ত আকাশে ওড়ার কথা
কখন যে ভুলে গেছি —
তবে স্বপ্নে আমি আকাশ দেখেছি বহু বার!
কতবার ডানা মেলে উড়ে গেছি ঐ আকাশে
তোমাকেও দেখেছি, তাকিয়ে থেকেছি অপলকে
ডাকিনি তোমায়, পাছে তোমার ঘুমের ব্যাঘাত ঘটে
আবার ফিরে এসেছি খাঁচার মধ্যে
জানি না, তুমি আকাশের কোন্ প্রান্তে আছো
তবু আমি খাঁচার ভিতর থেকে দূরের ঐ
একটুকরো আকাশ দেখে খুঁজবো তোমাকে।।