সায়ন্তিকা
লেখিকা পরিচিতি
—————————
নাম : সায়ন্তিকা
জন্ম ১৯৮৪ উত্তর কলকাতায় ! পিতা অঞ্জন ভট্টাচার্য্য এবং মাতা দেবযানীর ভট্টাচার্য্য’র একমাত্র সন্তান ! লরেটো কনভেন্ট থেকে পড়াশোনা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ! খুব ছোট থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ ! ইংরেজি সাহিত্য এবং পরবর্তীতে বাংলা সাহিত্য নিয়ে উৎসাহ বাড়ে এবং সেই সূত্রেই লেখালিখি শুরু ! স্কুলে পড়ার সময় , টুকটাক লেখা ! প্রথমে ডাইরিতেই কবিতা লেখার হাতেখড়ি এবং পরবর্তী সময়ে স্কুল ম্যাগাজিনে !শুকতারা , চাঁদমামা সেই সময় ছিলো নেশা ! শশুরবাড়ির অনুপ্রেরণায় , বিশেষ করে শাশুড়ি মায়ের , আবার লেখালিখি শুরু ! বর্তমানে কবিতা , গদ্য ও প্রবন্ধ নিয়েই চলছে কলম !
লেখিকার সৃষ্টি
এমনিতেই অশুচি || Sayantika Ghoshal
ঈশ্বর এমনিতেই অশুচি ! হিমালয়ের বরফ চেবাচ্ছে মানুষগুলো ,তাদের খোসায়
শুধু একটা বিন্দু || Sayantika Ghoshal
শুধু একটা বিন্দুতে দাঁড়িয়ে আছে অন্ধকার ! রাস্তায় দুলছে আলোগুলো