ছাতিম গাছের আসঙ্গ জুড়ে বিশ্বকবির গাথা,
সুখের প্রহর মান অভিমান মর্মের কথকতা।
সব কিছু আছে আগের মতোই শুধু তিনি নেই আর,
পড়ে আছে আজ ছাতিম তলার শূন্যতা হাহাকার ।
সাতটি পাতার গুচ্ছে সাজানো সপ্তপর্ণী তাই,
নেশা জাগানিয়া গন্ধে আকুল ছাতিমকে ভোলা যায়!
সাঁঝের বাতাস আমোদিত করে ভরে দেয় মন প্রাণ,
সপ্তপর্ণী ছাতিমের ফুলে সুতীব্র আঘ্রাণ।
গুচ্ছ গুচ্ছ সবুজাভ সাদা ঐ সুগন্ধী ফুল,
স্মৃতির কুহকে আলোড়িত করে তোলে যে মর্মমূল।
বিশ্বভারতী ছাতিম গাছের সম্মানে সুউচ্চ,
স্নাতক বিদায়ে পাঁচটি পাতায় সাজানো স্মৃতির গুচ্ছ।