এমন টানের শক্তি কোথায় পেলে ?
নাকি আমিই সৃষ্টি করেছি এই টান !
নিজেই নিজে বাঁধছি তোমার মায়ায়
ছিটে ফোঁটাও পাচ্ছো কি তার ঘ্রাণ ?
যেমন ভাবে ভাবছি জীবনভর
তোমার কথা তেপান্তরের মাঠ ,
তেমন করে চিলেকোঠার কোণে
বৎসরান্তে করো স্মৃতির পাঠ ?
স্মৃতির আয়ু শতাব্দী পার হলে
জন্ম শতবর্ষে দিও ফুল ,
সঙ্গে ধূপের ধোঁয়ায় স্মৃতিচারণ
পাগল ছিলো একথা নির্ভুল !
পতঙ্গ -সুখ তোমার চক্রব্যূহে
স্বেচ্ছামৃত্যু দিয়েছিলাম তুলে ,
মুষ্টি- মোহেও থাকলে উদাসীন
ভুলতে চেয়ে ঝুলছি ভুলের মূলে !