না বলে কয়ে আসা বৃষ্টি একটু অপ্রস্তুত কি তুমি!
ভিজেছিলে; চোখ দুটো তোমার নাচছিল
মনেমনে কী সুর ভাঁজছিলে…..
শ্রাবণ তোমাকে ছুঁতে চাইছিল বারে বার
ঝোড়ো হাওয়ার আলিঙ্গনে খসে পড়ে আঁচল
এইবেলা পালিয়ে যাও জোয়ারে নাবিক অপেক্ষায়
নাই বা আজ পূর্ণিমা; পক্ষ ফিরলেই পূর্ণ চাঁদ তোমার,
একাদশী হবিষ্যি অনেক হলো
শাড়ীটা ছাপিয়ে নিও বাসন্তী রঙে
ভালোবাসি তোমায় আমার কবিতা…