মান্ধাতা আমলের ধ্যান-ধারণা জাপটে ধরে
বর্তমানের ছেলে নাতি-পুতির সাথে ঠোকাঠুকি!
বাদানুবাদের প্রবল ঝড় বইছে ঘরে ঘরে,
সামাল হো ভাই সামাল হো, সামাল হো
মনের অন্তরে শুধুই কি প্রাচীনত্বের আঁকিবুকি?
সময়ের ব্যবধানে বয়েসকালে মানুষটার জ্ঞানকে
অভিজ্ঞতাকে সম্মান না জানিয়ে শুধু শুধুই ফাঁকি।
ভুলেও যায় অগ্রগতির চিন্তা-ভাবনার আকাশে
বয়স্করা পিছিয়ে পড়ে এই প্রজন্মের চলাফেরায়।
এমন কেন হবে? এমন কেনই হয়?
কুর্ণিশ জানাতে পিছপা কেন চেতনার শুভোদয়?
বরং মনে রাখা ভালো, বড়দের অতখানি যাত্রাপথের
অতিক্রমণে পুঞ্জীভূত সম্পদ বড়ই মূল্যবান নব্যর কাছে।
ফারাকটা মুছে ফেলে সম্মানীয়দের যথাযথ ভালবেসে
সান্নিধ্যে থাকার মজা ও আনন্দের একটা গড়ন আছে।