আমার যতটুকু ভালো সঞ্চারিত হোক
অপত্যের সুন্দর স্বচ্ছ ভবিষ্যতে,
কলমের কালি যেন আঁকে প্রতিবাদ,
থাকে যেন বাক্-স্বাধীনতা ,
প্রতিষ্ঠিত হোক নারী স্বমহিমায়,
শক্ত হোক পায়ের তলার মাটি,
আমার মন এখনও স্বপ্ন দেখে ,,
আমায় যতটা বিকৃত করলে
তোমার স্বস্তি আসে আসুক,
আমি এখন ও হাঁটি সবুজ ঘাসে,
এখনও হাসি খোলা আকাশে,
এখনও চাই সত্যের হোক জয় ।