ভোরের আলো একটু একটু করে ছড়িয়ে পড়েছে সবদিকে,
রাতের সব আঁধার কাটিয়ে একটা অদ্ভুত ভালোলাগা,
হয়তো সারাদিন কাটবে একইভাবে,
নরম রোদের আশায় আমি বারান্দায়,
পাখিগুলোর আজ যেন অন্যরকম সুর!
যখন একমনে শব্দ খুঁজে চলেছি কবিতাকে এগোনোর জন্য,
হালকা বাতাস ছুঁয়ে গেল সমস্ত শরীর!
সবুজ গাছটাও যেন নতুনভাবে প্রাণবন্ত আজ,
সামনের বাগানের ফুলগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে,
হঠাৎ মনে হল সব কাজ ফেলে রেখে কেন যে কবিতা লিখি!