পরিচয় হোক কর্ম দিয়ে
ধর্ম দিয়ে নয়।
পরিচয় হোক মধুর ব্যবহারে
ঔদ্ধত্য দিয়ে নয়।
পরিচয় হোক মানবতা দিয়ে
অমানবিকতা দিয়ে নয়।
পরিচয় হোক উন্নত মানসিকতায়
খেয়োখেয়ি দিয়ে নয়।
পরিচয় হোক ভদ্রতা দিয়ে
অভদ্রতা দিয়ে নয়।
পরিচয় হোক মানুষ বলে
অমানুষ বলে নয়।
পরিচয় হোক অহিংস বলে
তোলাবাজ বলে নয়।
পরিচয় হোক প্রতিবাদের কন্ঠে
পরগাছা বলে নয়।
পরিচয় হোক নির্বিবাদী বলে
ধর্ষক বলে নয়।
পরিচয় হোক পরহিতকারী বলে
পরস্বপহারী বলে নয়।
পরিচয় হোক যুক্তিবাদী বলে
অযৌক্তিক ব্যাখ্যায় নয়।
পরিচয় হোক সবার মাঝে
উজ্জ্বলতায় সকাল সাঁঝে।।