আঁচ আছে উত্তাপ নেই ছাইয়ের উপর ছাই
শ্বাসকষ্ট,;একটু অক্সিজেন বেঁচে যায় প্রাণটা,
মথিত সমুদ্র তটস্থ উত্থিত কালকূট বিষের দংশিল চেহারা
শেষ রক্ষা হবে? মহাদেব কী হবেন নীলাম্বর !
সময় অপেক্ষা করে আছে ক্ষণের,ক্ষণ প্রসব করে ভবিষ্যৎ।
তুষানলের উগ্রো উপস্থিতি
ভেঙে যাওয়া ভুলগুলো প্রায়শ্চিত্ত করছে অহরহ
একটা প্রজ্জ্বলিত হোমকুন্ডের আপেক্ষায়
পতঙ্গের আশাপূরণের বেলায়।