হারিয়েছে উচ্ছল গতি আশ্বিনের শীর্ণনদী,
নিশ্চল হাল থমকে আছে বাতাস
স্থির ছেঁড়া পাল …
রুক্ষ তীর ধরে গুন টেনে ক্ষয়ে যায় আয়ুস্কাল
নিরন্তর বয়ে ক্ষুদ্র জীবনের ভার।
সবুজ শ্যাওলার জটে স্পন্দিত জলকণা
অবিরল উচ্ছল,
শুধু এখানে চোরাবালির বিস্তার ডিঙিয়ে নতমুখে
বিরামহীন এইচলা আর কতকাল…!
দড়ির কড়ায় পিষ্ট দুহাতে শতাব্দীর দায়ভার।
বোধের বোধন আর বিসর্জনের অচঞ্চল ধূসরতায় মূক,
বধিরতার প্রান্তসীমায় অস্পষ্ট ঈপ্সিত সেই স্বর…
ধাবমান ঘর্মাক্ত শরীর ছুঁয়ে ফেরারি বাতাসে,
দুলে ওঠে পাল, ক্লান্তি আর গ্লানির ভিতর
আবার জেগে উঠি…
গতিময় ঋদ্ধতায়!