আজ আর নেই মা কোন দায়বদ্ধতা,
হঠাৎ করেই দিলে আমায় এই স্বাধীনতা,
বাহ্যিক নিগঢ়াই যে শুধু কেড়েছ মাতা!
এড়াবো কি করে এ অন্তরের শূন্যতা!
কখন কি জানি জড়িয়েছো আমাকে,
হাহাকার কম পড়ে যায় রিক্ত বুকে,
দেখলাম গণগণে চুল্লীর গ্রাসে তোমাকে,
তবু নিরন্তর চলছে খোঁজ এই দু’চোখে।
মাগো, আমার মা!কষ্ট কেন যে যায় না,
বুকের মধ্যে উথাল-পাথাল চোখেতে বন্যা,
বয়স তোমায় নিল কেড়ে সেতো জানা;
মুক্তির ডাককে বলো কে করবে মানা।
মৃত্যু আনে মুক্তি সবাই বোধহয় জানে,
জাগতিক সুখ-দুঃখের সার্থক অবসানে,
অবাধ্য চিত্ত অস্থির হয় মৃত্যুর গানে;
তবু বলি মা অমৃতধামে থেকো সাবধানে।।