প্রকৃতির একি খেলা দেখি দুনিয়ায়
দুদিন আগে ফুটিফাটা মাটি
দুদিন পরে জল থৈ থৈ।
ছিলোনা হাওয়া দুদিন আগেও
পরছে যে গাছ ঝড়ে ভেঙে
মরমর করে ভাঙছে যে গাছ,
সাবধান হে মানব সমাজ।
চাতকপাখি হয়ে ছিলাম দুদিন আগে পর্যন্ত
আজ সেখানে বিদ্যুৎ চমক করে যে মন অশান্ত।
দুদিন আগেও মনে হতো জলে থাকি ডুবে
এখন যে ভাই মনে হয় জল থেকে যাই দূরে।
মেঘে ঢাকা আকাশ আর সাথে ঝোড়ো হাওয়া
বুঝেই উঠতে পারছিনা যে করণীয় কি,আর কি না?
গাছের পাতা দু’দিন আগেও ছিল ধূসর রংয়ের
প্রাণ যেন সে পেয়েছে দেখো বৃষ্টির জল পেয়ে।
চল্লিশ থেকে এক ধাক্কায় হয়ে গেল পঁচিশ
পাখা ছাড়াই যাচ্ছে থাকা,
গরমটা যে এখন হয়েই গেছে ফাঁকা।
ব্যাঙেদের আজ মহানন্দ ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ
মানুষও যে স্বস্তির ঘুম সকালে দিচ্ছে আজ।
ঝড়ের দাপট বাড়ছে দেখো,ঘন্টা প্রতি ঘন্টায়
মানুষ যে আজ যাচ্ছে চলে,উঁচু বাড়ির ভিটায়।
ত্রাণশিবিরে যাচ্ছে মানুষ,প্রাণ বাঁচাবার তরে।
একটু মাথা গুঁজতে পেলেই,বেঁচে ফিরবে ঘরে।।