কেন বল চলে গেলে?
আমার এ জীবন হতে।
চেয়েছিলাম বাঁচতে একসাথে
সুখে এবং দুঃখে।
কিন্তু ছিল বিধিবাম
তাইতো হোলো সবই খতম।
তোমার যাবার সাথে সাথে
দিয়ে গেলে স্মৃতি অপার।
আজও আছি বসে পথ চেয়ে
যদি তুমি ফিরে আসো কোনদিন।
জানি সবই আমার ভুল ধারণা
ফিরবে না তুমি আর কোনদিন।
চেয়েছিলাম জগত সংসার
ভুলে থাকবো তোমায় নিয়ে।
এখন আছি বেঁচেই শুধু
তোমার স্মৃতির খড়কুটোটা নিয়ে।।