কল্পনারই রঙমিশেলে
এঁকেছিলাম একটি ছবি।
তোমায় নিয়ে বাঁচবো বলে
জুড়েছিলাম জীবনখানি।
এক নিমেষে মিশিয়ে দিলে
কল্পনারই এই ছবি।
জানতাম না হবে তুমি
অন্য কারুর ঘরের রানী।
এখনো তোমার পথ চেয়ে
বসে আছি আকুল হয়ে।
জানি তুমি আসবেনা আর
আমার জীবন আলো করে।
আমার জগৎ আঁধার করে
চলে গেছো তুমি বহুদুরে।
সবটাই কি ছিল কেবল
কাল্পনিক চরিত্রের রঙ মহলে।।