গুরু শিক্ষা দান করেন
আমরা তা সবাই জানি।
দ্রোণাচার্য অস্ত্র গুরু
কৌরব ও পান্ডব কুলের।
পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর
অর্জুন ছিলেন তাঁরই শিষ্য।
তাঁরই দেখানো পথে হেঁটে
অর্জুন হলেন বিশ্বখ্যাত।
কিন্তু সবার অগোচরে
দ্রোণাচার্যকে গুরু করে,
বনের মাঝে শিক্ষা নিলেন
অস্ত্রগুরুর মূর্তি নিয়ে।
পরীক্ষা যখন সামনে এলো
একলব্য উত্তীর্ণ হল।
কিন্তু অর্জুনকে শ্রেষ্ঠ করতে
গুরুদক্ষিণা চেয়ে নিল।
গুরুদক্ষিণার ফলশ্রুতি
বৃদ্ধাঙ্গুলি কাঁটা গেল।
অর্জুন হলেন ধনুর্ধর
আর একলব্য শূন্যতার ।।