আজ বড় অন্ধকার চারিদিকে
সকালটা যেন মনে হয় রাতের থেকেও অন্ধকার।
চারিদিকে হানাহানি চুরি ছিনতাই রাহাজানি আর ধর্ষণ।
আজ বড় প্রয়োজন তোমার,হে কৃপাময়।
মানুষ যে আজ আর নেই মানুষের মত
হাত-পা সবই আছে তবু তারা জন্তু।
তাইতো তাদের কাঁপে না হাত,কাঁপে না বুক
করে দিতে কাউকে নিকেশ,তাইতো তোমার দরকার,হে মধুময়।
মানুষ আজ বড় অসহায়, বড় নিঃসম্বল
তোমার দেখা পায় না বলে, হে দয়াময়।
কলিকাল কবে হবে শেষ জানে না কেউ?
তাইতো সবাই মাথা ঠোকে,হে সুধাময়।
মানুষ আজ দিকবিদিকশূণ্য।
পথ দেখাতে আসো না তুমি আর,হে সারথি।
রাস্তা যে সবই ভুলে ভরা,কাঁটায় বিছানো পথ
তাইতো সবাই তোমায় চায়, হে জনমেজয়।
আজ এই শরতের পুণ্য তিথিতে
পারো না কি তুমি আসতে ধরাধামে?
করে দিতে নিঃশেষ সকল দুর্যোধন আর রাবণকে
সত্যযুগে নিয়ে চলো মোদের,হে করুণাময়।।