গুটি গুটি করে শরৎ ঋতু দেখি বিদায় নিল
খিলখিলিয়ে হেমন্তিকা যেন হাসির ঝলক দিল।
সবুজ মাঠে দেখো চেয়ে দুলছে কত সোনালী ধান
চাষীভাই রা উৎফুল্লিত মহানন্দে গাইছে যে গান।
ভোরের শিশির হাতছানি দেয় খুশি লাগে সতেজ মনে
হেমন্তিকা গান গেয়ে যায় সবুজ গাছের হলুদ ধানে।
হাল্কা শীতের ছোঁয়ায় যেন শনশন বায়ু আসছে ধেয়ে
ফুল বাগিচায় নৃত্য করে কুসুমকলির বিচ্ছু মেয়ে।
দখিন হাওয়া আসছি বলে পত্র লেখে সবুজ খামে
হলুদ ফোঁটা লাগা যেন সবুজ পত্রে হরেক নামে।
শত শত কমল ফুটে আছে পদ্ম দীঘির জলে
হেমন্ত কাল কিন্তু কার্তিক ও অগ্রহায়ণ মাসকে বলে।