বইব কত করের বোঝা
কর যে হলো কাল,
ঘরে-বাইরে কর দিতে হয়,
মানুষ নাজেহাল।
আয়ের ওপর কর দিতে হয়,
সঞ্চয়েতেও কর,
কর-বোঝা কি গাধার বোঝা
বোঝাই দুষ্কর!
যা কিছু ভাই কেন না কেন,
তার ওপরে কর,
করে করে জেরবার সবাই,
কর দেই দিনভর।
জন্মালে কর,মরলে কর,
করের যে নেই ছাড়,
জল খেলে কর,ফল খেলে কর,
কর-ই অলঙ্কার।
অসুখে কর, বিসুখে কর,
সুখেও লাগে কর,
করের থেকে নিস্তার নেই
নেই যে আপন-পর।
মাস গেলে বেতন যা পাই ,
কর দিতে যায় চলে,
খাও না খাও কর দিয়ে যাও,
রেহাই পাবে ম’লে।
দিতে দিতে কর,যাক্ না প্রাণ
রাজা-ই ভগবান,
দুঃখ কষ্ট ভুলে গাও হে
রাজার জয়ো-গান।