স্বাধীনতার জন্যে যাঁদের জীবন বলিদান,
স্মরণ করি,চরণে প্রণতি,ভুলিনি অবদান।
আজ যাঁরা শাসকের বেশে, আজ যাঁরা প্রধান
স্বাধীনতায় ছিল না কোন তাঁদের অবদান!
সত্যি বলুন আমরা ক’জন দেশকে ভালোবাসি,
মায়ের বুকে বসিয়ে ছোরা,নাচছি ভারতবাসী!
স্বাধীনতার পঁচাত্তর কাল,কাটাই কেমন সুখে,
মনের কষ্ট মনে চেপে,আগুন পোহাই বুকে।
আগুন জ্বলে না চুলোতে, আগুন জ্বলে বুকে
আগুন জ্বলে পেট্রোপণ্যে,আগুন চোখে মুখে।
বেকার মরে, হকার মরে,শ্রমিক-কিষাণ ঘরে,
ভূখাপেটে কোথায় আহার, উপোষ করে মরে।
স্বাধীনতা বেনিয়াদের ভাই, ওদের ফিরেছে দিন,
লাভের কড়ি জমিয়ে ওরা,নাচেন তা-ধিন্-ধিন্!
আমরা নাচি বাজার করে শূণ্যে দু’ব্যাগ তুলে,
গিন্নী নাচেন রান্না ঘরে বাজারের ব্যাগ খুলে!
দেশটা বেচে খেয়ে কারা,নাচেন তা ধিন্ ধিন্
ঘুচবে কবে আসবে কবে, সূর্য ওঠা দিন।