ঘরে ঘরে দুর্গা মা -সে,
মর্ত্যের সে যে দশভুজা,
সবার সে যে বাঁচায় জীবন,
করেনা কেউ তাকে পূজা।
স্বর্গের দুর্গা দেখেন সবাই,
ঘরের দুগ্গা কেউ দেখে না,
সংসার চালায় ঘরের দুগ্গা
খবর যে তার কেউ রাখে না।
সারাদিনে নেই যে বিরাম,
কাজের যে তার,নেই যে অন্ত,
খেটেই চলে সারা জীবন,
সারাটা দিন, উদয়-অস্ত।
পাঁচ-বাড়িতে কাজ করে সে,
দুপুরে যখন বাড়ি ফেরে,
মাথার ওপর আগুন জ্বলে,
দুপুর রোদে মাথা ঘোরে।
কেতো-গণ্ শার হুড়োহুড়ি,
ঘরের জিনিস লণ্ডভণ্ড,
কাজের থেকে ফিরে ও তার,
বসার সময় নেই দু-দণ্ড।
বাজার করে রান্না করা,
সবই যে তারএকলা- হাতে,
কত জনা রাখেন খবর,
জুটেছে বর কী বরাতে!
চুল্লু টেনে টলতে টলতে
শিবা চন্দ ঘরে ফেরে,
কী রেঁধেছ , খেতে দাও না,
দেরী সয় না, আসে তেড়ে!
কত দুর্গা, কাঁদছে এমন
তাদের বলো ক-জন দেখে,
বড়ো হয়ে,গণশা,কেতো,
ছেড়ে যায় সেই দুগ্গা মাকে!