সত্য, মেঘের আড়ালে লুকানো সূর্য!
মিথ্যে দিয়ে সত্যকে চাপা দেয়া যায়
ক্ষণিক সময়!
যেমন করে মেঘের সীমাহীন
দম্ভ আর অহংকারে –
চাপা পড়ে সূর্যের মহিমা!
মেঘের ফানুস উড়ে গেলে সত্যরূপ সূর্য
উদ্ভাসিত গগন মন্ডলে।
রাতের বেলা চন্দ্রিমার দ্যুতি,
নক্ষত্রের ঝিকিমিকি যতই হোক্ মোহময়,
দিনের আলোতে সব ম্লান হয়ে যায়,
উড়ে যায় মিথ্যে মেঘের ফানুস!
মেঘের আড়াল মুক্ত হলে, উদ্ভাসিত
সূর্যের আলোয় ধরা পড়ে চিরন্তনী
সত্যের স্বরূপ!
“সত্যম্ শিবম্ সুন্দরম্,”
এই সত্য পৃথিবীতে বেঁচে রবে চিরদিন!