এ-জীবন আকাশ থেকে,
কে কখন খসে যাবে,
কে কখন ভেসে যাবে,
জানে না তো কেউ!
কাল যার সঙ্গে দেখা হলো,
আজ শুনি, সে আর নেই!
সব বন্ধন ছিন্ন করে চলে গেছে,
মহাপ্রস্থানের পথে!
যে মানুষটি মৃত্যুর আগের রাতে
বাঁচবার স্বপ্ন দেখেছিল,
অনেক বাসনা যার পান্ডুর মুখে কেঁপেছিল,
অনেক স্বপ্ন সাধ বুকেছিল যার,
সেই জীবন হঠাৎ চলে গেল,
জ্বলন্ত জীবন দীপ দমকা ঝড়ে নিভে গেল,
অন্ধকারে ডুবে গেলাম প্রিয়জন আমরা সবাই!
তোমার বিয়োগে বন্ধু ছিঁড়ে গেল তার
ছিন্ন বীণার মত শোকার্ত হৃদয়।
তুমি চলে গেছো তবু রয়ে গেছো
আমাদের মনে মনে– প্রাণে প্রাণে,
মিশে আছো অন্তর-সত্তায়!
মৃত্যুর সে ক্ষমতা কোথায়,
আমাদের হৃদয় থেকে তোমাকে
ছিনিয়ে নিতে পারে?
তুমি আছো, তুমি থাকবে, শব্দে-ছন্দে,
তোমার কবিতা গানে,
আমাদের হৃদয়-উদ্যানে!