চেয়ারে বসলে চেহারা পাল্টে যায়,
নির্বাচনে জিতে ওরা চেয়ারে!
বর্ণচোরাদের মতন ওদের
জার্সির বদল ঘটে গেছে!
কয়েক বছর ফেল করে
লেখাপড়া ছেড়ে রাজনৈতিক
দলে ভিড়ে নেতা বনে গেল।
আগে যারা আমাকে বলতো স্যার,
এখন ওরাই আমার স্যার।
আগে শিক্ষক হিসেবে উপদেশ দিতাম,
ওরা শুনতো,এখন ওরা টিভিতে
ভাষণ দেয়,আমি শুনি!
ওরা এখন দন্ডমুন্ডের কর্তা!
ওদের দরজায় আজ
আমি নগন্য একজন মানুষ!
বর্ষার জল পেয়ে যেমন
শুকনো গাছপালা সতেজ
সবুজ হয়,
তেমনি চেয়ারে বসে ওরা
এখন তরতাজা!
পাল্টে গেছে পোশাক-আশাক,
ধরন ধারণ,পাল্টে গেছে খাদ্যাভ্যাস!
আমি একজন পেনসানবিহিন শিক্ষক!
ওরা এখন রাবড়ি পোলাও,
মুরগির রোস্ট কিংবা
কাবাবের টেবিলে,
আমি এখন দুমুঠো ভাতের জন্য
আলু পিয়াজ কিংবা
দু টাকা চালের লাইনে!
ওরা এখন মসনদে,
আমি এখন পরিযায়ী শ্রমিকের
মতন রেশনের লাইনে।