দাদার শরীর ভীষণ খারাপ
বাইরে যাওয়া বারণ
বৌদি নাকি জানেন না তার
অসুখের কী কারণনা
নাওয়া খাওয়া নেই যে তার
ভাবটা উদাসীন,
হাঁটা-চলার শক্তি নেই তার,
নাড়ির গতি ক্ষীণ।
বলছেন দাদা মাঝে মাঝে
বুক করে তার ব্যথা
কী সে ব্যাথা জানে না কেউ,
মুখে নেই তার কথা!
হার্ট অ্যাটাকের লক্ষণ নাকি
মনে জাগে সন্দ,
নিন্দুকেরা নিন্দা করে
রটায় কথা মন্দ!
নন্দের বন্ধু ডাক্তার এক
আসে তাকে দেখতে
বন্ধু শুনে সকল কথা
পারেন না কিছু কইতে!
বৌদি বলেন , ওঠাকুরপো,
রোগ-কি করোনারি,
(জবাবে বলেন’,)
করোনারি না হলেও
বিষয় পরনারী!
পাশের বাড়ির মরেছে বৌ
সে এক পরনারী,
হৃদয়ঘটিত ব্যাপার,তবে
রোগ নয় করোনারি!