একদল খেলে, আর একদল দর্শক
আসনে বসে গলা ফাটায়,হাততালি দেয়।
নিজের দলের প্রিয় খেলোয়াড় বলে
যার ছবি বুকে নিয়ে ঘুরে বেড়ালে,
কাল যাকে দেখে আনন্দে আমার
প্রিয় খেলোয়াড় বলে মেতে উঠেছিলে,
আজ, বিপরীত দলের
জার্সি গায়ে খেলতে দেখে
বিস্ময়ে বিমর্ষ চিত্তে ঘরে ফিরে এলে!
জেনে রাখ,এরা পারে গিরগিটির
চেয়ে দ্রুত রং বদলাতে।
একদিন যাকে দেখেছিলে জাতির
জনকের গলায় মালা দিতে,
পিতৃহত্যার প্রতিশোধ চাই বলে
স্লোগান দিতে, আজ তাকে দেখলে সেই
পিতৃহন্তার নামে জয়োধ্বনি দিতে!
কেউ জানেনা সবুজ পাতা হঠাৎ
কেমনভাবে হলুদ হয়ে গেল।
কজনে বা বোঝে,এরা বিক্রি হয়
রেসের ঘোড়ার মতো !
যে ঘোড়া যত বেশি জোরে ছুটতে
পারে তার তত বেশি দাম!
এরা নেতা নয়, অভিনেতা!
আজ রাজার সাজে তো,
কাল খলনায়ক।
জনগণকে কথার ফুলঝুরিতে
ভুলিয়ে বারে বারে বোকা বানায়!
আমাদের মত বোকাদের দৌলতে
নন্দলালেরা মসনদে বসে,
নিজেদের আখের গোছায়,
ফেরে না গরীবের হাল,
ফেরে নন্দলালদের কপাল!