কার যে কখন মৃত্যু ঘন্টা বাজবে,
কেউ কি পারে বলতে?
এই যে তুমি ক্ষমতায়,
সেও তো তাঁর-ই ইচ্ছায়।
অন্যের মৃত্যু ঘন্টা বাজানোর
আগে তোমার ছুটির ঘন্টা
বাজবে না তো!
কে পারেন বলতে?
শাসক_ভাবে, জনতার
মৃত্যু ঘন্টা তাঁর হাতে,
জনতা_ভাবে, শাসকের
মৃত্যু ঘন্টা তাঁদের হাতে!
শয়তান_ভাবে সেই ঈশ্বর,
সবার-মৃত্যু ঘন্টা তার-ই হাতে!
ভক্ত_ভাবে, সব_ই তাঁর ইচ্ছা,
তাঁর-ই ইচ্ছায় সব কিছু!
কেউ জানেনা কখন কার
ছুটির ঘন্টা বাজবে!
কজনেই বা ভাবি,
যিনি খেলছেন এ বিশ্ব লয়ে
যার ইচ্ছায় সূর্য ওঠে,
ফুল ফোটে, পাখি গায় গান,
শুখা নদীতে আসে বান।
সৃষ্টি-স্থিতি, প্রলয়-ধ্বংস,
যে নটরাজের হাতে!
একমাত্র সেই জানেন,
কার মৃত্যু ঘন্টা কখন বাজবে,
কখন কার ডাক আসবে,
কখন কার ছুটি হবে!