আমরা চলেছি কোথায়?
সামনের দিকে,না পিছনের দিকে?
আমাদের সামনে কারা
নিঃশব্দে তুলে দিচ্ছে শান্তিনিকেতনের
পাঁচিলের মতন অশান্তির পাঁচিল!
আবার কি ফিরে যাচ্ছি প্রাক্ স্বাধীনতার যুগে?
ভুলে যাচ্ছি,সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে,
হিন্দু-মুসলিমে এমন বিভেদ ছড়িয়ে,
‘দু’-শ বৎসর ক্ষমতায় ছিল ব্রিটীশরা!
তার-ই অশনি সংকেত,
কালোছায়া আজ আমাদের চারপাশে !
ভুলে যাচ্ছি, জাত-পাতের বিরুদ্ধে রামমোহন,বিদ্যাসাগর, বিবেকানন্দ
প্রমুখদের লড়াইয়ের কথা!
আবার সেই মানুষে মানুষে ভেদাভেদ,
জাতের নামে বজ্জাতির কথা!
•*ভুলতে বসেছি, নানা ভাষা,
নানা মত , ,নানাপরিধান,
বিবিধের মাঝে দেখ মিলন মহান।”
“*গাহি সাম্যের গান,——–যেখানে মিশেছে
হিন্দু,বৌদ্ধ, মুসলিম,খ্রিশ্চান,”
——এমন অনেক কবিতা গান!
যা দেখছি, যা শুনছি,ভাবছি,
কোথায় চলেছি আমরা?
দিকে দিকে ভূলুন্ঠিত নারী জাতির সম্মান!
ধর্ষিতা নির্ভয়ারা বিচারের পাষাণ প্রাচীরে
মাথা কুটে মরে!
দলিত বলে ,এক মানুষ,আর এক –
মানুষকে পুড়িয়ে মারে,
হায়,ভগবান!
এই স্বাধীনতা কি চেয়েছিলাম?