মাঝে মাঝে মনে হয় ঈশ্বর যেন
ভারতের সংবিধান,
সবাই দোহাই পাড়ে ঈশ্বরের!
ভালো হলে ঈশ্বরের করুণা,
খারাপ হলে ঈশ্বরের অভিশাপ!
সবাই দায় চাপায় ঈশ্বরের ঘাড়ে!
সত্য-অসত্য,ধর্ম-অধর্ম,সব ব্যাপারেই
দোহাই ঈশ্বরের!
ধর্মগ্রন্থের ছুঁয়ে “সত্য বই মিথ্যা বলব না”
শপথ নিয়ে,পরক্ষণে ঝুড়ি ঝুড়ি
মিথ্যে বল্লেও বেচারা ঈশ্বর নিরুপায়!
সত্য নীরবে নিভৃতে কাঁদে!
যে ডাকাতি করে,সেও ডাকে ঈশ্বরকে,
যে রাজা ভন্ডামি করে নিজেকে ঈশ্বরের
প্রতিনিধি বলে,মিথ্যে প্রতিশ্রুতি
দিয়ে মানুষ ঠকায়, সেও ডাকে ঈশ্বরকে।
ভালো-মন্দ যাই ঘটুক, পক্ষে-বিপক্ষে
সবাই যেমন দোহাই পাড়ে সংবিধানের!
সত্যি,ঈশ্বর আর সংবিধান বড়ই বিচিত্র।
প্রজাদের শোষণ করে যে রাজা খায়
রাজভোগ,প্রজারা মরে অনাহারে,
আর,দোহাই পাড়ে,করোনা, আমপানের!
এ -সবই ঈশ্বরের লীলা!
সত্যি, বেচারা ঈশ্বর বড়ই নিরুপায়!