তপস্যায় খুশী হয়ে মহাদেব
অসুরকে দেন বর,
যার মাথায় হাত দেবে সে
যাবে যমের ঘর।
মহাখুশি ভস্মাসুর শিবের-
কাছে পেয়ে এমন বর,
ভাবতে থাকে পরীক্ষা সে
করবে কার- ‘উপর।
পরীক্ষা করতে বাড়ায় হাত
ভোলানাথের মাথে,
প্রাণ বাঁচাতে শিবঠাকুর
ছোটেন আঁধার রাতে।
ছুটতে ছুটতে এলেন শেষে
বিষ্ণু দেবের কাছে,
অভয় দিয়ে বিষ্ণু বলেন
উপায় একটা আছে।
মোহিনী রূপে ভস্মাসুরকে
করেন তাঁর-ই বশ্য,
নিজের হাত মাথায় দিয়ে
অসুর হলো ভস্ম।
এমন অনেক ভস্মাসুর
জনগণের বরে,
সিংহাসনে বসে সে
জনগণকেই মারে।
ভস্মাসুরের মত শিক্ষা,
যদি সে রাজা পায়,
পাপী রাজা নিজের কর্মে
নিধন হয়ে যায়।