গভীর রাতে যখন আমি, নিদ্রামগ্ন শয্যাতে ,
হরেক স্বপ্ন ভেসে ওঠে, মনের মণিকোঠাতে।
চিত্তাকাশে ভেসে ওঠে, শৈশবের সেই দিন,
অনেক আদর স্নেহ মায়া, মেশানো রঙিন।
পিতার স্নেহ মাতার আদর,মাখা দিনের কথা,
স্বপ্ন হয়ে জুড়ায়ে দেয়, মনের সকল ব্যথা ।
আজকে তারা আমার মনের,অনেকযোজন দূরে
হৃদয় আমার ঊষর মরু, ডুকরে কেঁদে মরে।
মাতার কর স্পর্শ যখন, ললাটে মোর লাগে,
স্বর্গ হতে সুখের ছোঁয়া, মর্মে আমার জাগে।
আমার মনের সকল ব্যথা, নিমেষে যায় উড়ি,
দৈন্য ভরা জীবনে মোর, সুখের ছড়াছড়ি ।
কিসের শব্দে ঘুম ভেঙে যায়, দেখি তখন শুধু।
সুখস্বপ্ন কোথায় গেলো উবে,খাচ্ছি হাবু ডুবু।