সময়ের আবরণ খসে-খসে পড়ে
বিবর্ণ জীবনে,
ভাঙছে শুধু ভাঙছে প্রবাহমান সম্পর্ক
ঘড়ির কাঁটা তারকাঁটা ফাঁক করে তাকিয়ে-
দেখে ,আর কত ভ্ৰাতিত্বের ব্যবধান।
যোনি চিরে আনছে যে প্রান-
এখনো আছে অন্তরের আহবান,
একদিন সব ফিরে পাবে,পৃথিবীটা শান্ত হবে।
বিবর্ণ ঘাসে শিশিরের স্পর্শে বুকে জাগবে প্রেম?
দেউলিয়া খাতায় লিখবো কি হিসাব-
উদবৃত্তের কিছু নিশ্চিন্ত শান্তি?
পৃথিবী কান পেতে রয়েছে উদ্বেগে –
অশান্ত ,উৎশৃংখল সঙ্গমের শব্দতরঙ্গে।
স্বার্থের বেত্রাঘাতে ক্ষত-বিক্ষত বাস্তব
মিথ্যা প্রতিশ্রুতির আকাশ ময় গর্জন
মার বুকে মুখ লুকিয়ে ভয়ের নিবারণ
অশান্ত অঙ্গনে স্তব্ধ শিশুর ক্রন্দন?
টাওয়ারে তৈরি মেকি স্বাধীনতা,উদ্যম নৃত্য-
প্রেম-প্রীতি ভালোবাসা দুলিয়ে কার্নিশে,
আকাশ গঙ্গায় ঝরে পরে অবৈধ মৈথুন রস,
সতীর পতির আত্মা কাঁদে ঝুলন্ত ডালে।