ভালোবাসার আয়নায় বিশ্বাসের স্মৃতি বয়েই চলেছি,
দেখছো কি জীবনের দেনা ক্রমেই বেড়ে চলেছে।
উতল হওয়ায় ষড়যন্ত্ররা –
লোভ,হিংসা জ্বালায় বিপ্লব দাউ-দাউ করে।
পৃথিবী ক্রমশঃ অস্থির থেকে অস্থিরতম-
স্বস্তির নিঃশ্বাস খুঁজতেই দিন কাবার। উঠছে নাভিশ্বাস।
প্রতিদ্বন্দ্বিতায় ক্ষয়ে যায় স্থিতিশীল অস্তিত্য,
প্রাত্যহিক গ্রহণ লাগা অসহনীয় কালবেলা।
এখন জন্মমৃত্যুর চৌকাঠের উপর দাঁড়িয়ে স্থির-
কত বিশ্বাসের হাতকে ছিনিয়ে নিয়ে যায় অবিশ্বাসের হাত।
অতীতের টুকরো টুকরো গল্প শোনায় বিশ্বাসের আত্মা
সময় আটকে থাকে চড়াই-উৎরাই-এর খাঁজে,খাঁজে।
খণ্ডজীবনের কোলাজে কিছ টুকরো সংলাপ কথা বলে-
ঘুমের নিচে ঘুমিয়ে থাকা ক্লান্ত ভবঘুরে স্বপ্ন ।
আমার বৈতরণীর পথে ওরাই কাঁধ দেবে,কথা দিয়েছে,
খই-বাতাস ছড়াবে অগস্থ যাত্রায়, শুধুই অটোগ্রাফহীন।