দূরছাই, বাকি নেই, মতলব জানতে,
হাতের ছড়ি,মারছে বারি,নিজ বাগে আনতে।
মিথ্যা সোহাগ, বিস্তর ফাঁক, শুধুই ধান্দা-
বলছি বাঁচাও, আখের গোছাও,ভাবছে বান্দা।
এতো সবিনয়,সব অভিনয় ,চোখে আঙুল দাদা,
প্রতিবাদ নেই,নীরবেতেই, ভয়েই সব কাদা।
ঘুম নাই,কোথা যাই,চিন্তায় মতিভ্রম,
বোঝাতে না পারি,ঘুরে-ঘুরে মরি ,সবই ব্যর্থশ্রম।
সকাল-সন্ধ্যা,করছো বন্ধ্যা,গর্ভকোষ শূন্য,
মাতৃত্বের ডিম্ব বেচে, থাকছে বেঁচে,অস্তিত্বহীন পাপ-পুণ্য।