এতোই ভ্রান্তি,হারায় শান্তি
রক্তভূমে, নিচ্ছে যমে,
স্বার্থান্বেষী কলমগুলো –
প্রেম যমুনায় গা ভাসালো।
ভাঙছে আশা ভাঙছে বাসা
আজ মানবতা শুধুই অসাড়তা?
স্বপ্নগুলো শুধুই মিথ্যা হলো,
গোপনে কাঁদছে মিনারগুলো।
ওগো মাতৃভূমি তোমায় নমি
নাশকতা ,যৌনতা কাঁপায় হৃদে,
রয়েছ মৌন এতও আর্তনাদে ?
জেগে ও জাগাও কলম চালাও শান্তিবাদে।
স্বার্থের রণনীতি পঙ্কিল রাজনীতি
দেশখানি খায়,হায় কুড়ে-কুড়ে ,
ধর্মের দোহাই দিয়ে ধর্মের অপমানে-
সাচ্ছা ধার্মিক কাঁদে অভিমানে।
আজ প্রয়োজন তাঁদের নিয়োজন –
মহান কবি -লালন,নজরুল,রবি ,
একজাতি,একপ্রাণ বাঙালি মহান
হিংসানির্মূলে,অক্ষরশিল্পে থাক আহ্বান।